৮ সোনার বারসহ যাত্রী আটক

01শারজাহ থেকে আসা মোহাম্মদ মোরশেদ নামে এক যাত্রীর কাছ থেকে ৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টায় এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে মোরশেদ চট্টগ্রাম বিমানবন্দর আসেন। বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মোরশেদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।

রিয়াদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মোরশেদকে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে বিমানবন্দরের আর্চওয়ে দিয়ে হাঁটালে সোনার বার থাকার বিষয়টি নিশ্চিত হই। মোরশেদ মলদ্বারে লুকিয়ে সোনার বারগুলো পাচার করছিলেন। পরে অস্ত্রোপচারের ভয় দেখালে সে মলদ্বার থেকে সোনার বারগুলো বের করে দেন।’

রিয়াদুল ইসলাম আরও বলেন, ‘৮টি সোনার বারের ওজন ৯৩৩ গ্রাম। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। এ ঘটনায় মোরশেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।