স্থানীয়দের সুবিধা বিবেচনা করেই রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতার: সেনাপ্রধান

A-3-790x540রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, ‘স্থানীয়দের স্বার্থ আগে। রোহিঙ্গাদের কারণে তাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত আর্মি কো-অর্ডিনেশনে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন সেনাপ্রধান।
সভায় বাংলাদেশ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুবুল আলম তালুকদার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার কামাল, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী ও উখিয়া থানার ওসি আবুল মনসুরসহ সেনা, বিজিবি, র‌্যাব ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন বেলা ১২টার দিকে উখিয়ার কুতুপালং ও লম্বাশিয়া রোহিঙ্গা শিবির ঘুরে দেখেন জেনারেল আজিজ আহমেদ।
বাংলাদেশ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুবুল আলম তালুকদার বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সেনাপ্রধান একটি সভা করেন। সেখানে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় স্থানীয় জনগণের সমস্যা সবার আগে দেখতে বলা হয়েছে। তাদের স্বার্থ আগে, তারপর অন্য কিছু।’
প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশের কক্সবাজার জেলায় ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। এদের বেশিরভাগই ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে নিজ দেশ থেকে পালিয়ে এসেছে।