ময়লার স্তূপে মিললো নবজাতক





নবজাতকচট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদ নগর এলাকার ওয়েল মিলস্ জি.সি. ফ্যাক্টরির পাশে ময়লার স্তূপ থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে বায়েজিদ থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে।



বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার বলেন, ‘একটি কাপড়ের ব্যাগে শিশুটিকে কাঁথা মুড়িয়ে কে বা কারা রেখে যায়। এখন পর্যন্ত কেউ শিশুটির অভিভাবকের দাবি করেনি।’
ওসি প্রিটন সরকার জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রৌফাবাদ বেবি হোমে পাঠানো হয়েছে। ময়লার স্তুপে নবজাতক শিশুটিকে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে। পরে তাকে অক্সিজেন মোড়ের প্লাজমা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করেন। অবস্থা ভালো থাকায় চিকিৎসকের পরামর্শে সমাজসেবা পরিচালকের কার্যালয়ের মাধ্যমে শিশুটিকে প্রতিপালনের জন্য নগরীর রৌফাবাদের ছোট মনি নিবাসে (বেবি হোম) পাঠানো হয়।