কক্সবাজারে ৪০টি সাইক্লোন শেল্টার পুনঃসংস্কারের পর হস্তান্তর

Cox Pic-WFP-19-01-2020 (1)কক্সবাজারের ৪০টি সাইক্লোন শেল্টার পুনঃসংস্কারের পর জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব আশ্রয়কেন্দ্রগুলো হস্তান্তর করা হয়। এসব আশ্রয়কেন্দ্রে  উখিয়া ও টেকনাফের উপকূলীয় অঞ্চলের প্রায় ৩৬ হাজারের বেশি মানুষ আশ্রয় নিতে পারবে বলে জানানো হয়।

এই প্রকল্পে ডব্লিএফপি এর পাশাপাশি অংশীদার হিসেবে ছিল ইউএসএআইডি ও এফডিএ সহ স্থানীয় কয়েকটি বেসরকারি সংস্থা (এনজিও)।

Cox Pic-WFP-19-01-2020 (5)হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী। এসময়  বক্তব্য রাখেন ডব্লিউএফপি কক্সবাজারের ইমার্জেন্সি কো-অর্ডিনেটর পিটার গেস্ট ও ইউএসএআইডি এর ইউএস ফরেন ডিজেস্টার অফিসার রিচেল গালাগারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।