পপি ক্ষেত ধ্বংসে বান্দরবানে ফের অভিযান

পপি ক্ষেত ধ্বংসে বান্দরবানে ফের অভিযান

বান্দরবানে ৮ দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো অভিযান চালিয়ে নিষিদ্ধ পপি বাগান ধ্বংস করেছে যৌথবাহিনী। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে রুমা সেনা জোনের লে. তানজিমুল ইসলামের নেতৃত্বে সেনা দল, সামরিক গোয়েন্দা সংস্থা ও পুলিশ যৌথ অভিযান চালায়।

এসময় শৈরাতং পাড়া ও তংগ্রী ম্রো পাড়ার ক্যাতোই ম্রো ঝিরির উপরের ৩ স্থানে অভিযান চালিয়ে প্রায় ৮০ শতক জমির পপি ক্ষেত ধ্বংস করা হয়। ঘটনাস্থল থেকে চাষিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

গত ২৪ জানুয়ারি রুমা উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমটার দূরে কেওক্রাডংয়ের আশপাশে গভীর জঙ্গলে অভিযান চালিয়ে প্রায় সাত একর জমির চারটি ক্ষেত ধ্বংস করে র‌্যাব-৭। এসময় চারটি ক্ষেত থেকে প্রায় ৬০ কেজি পপির রসও উদ্ধার করে র‌্যাব।

এরপরে গত ২৮ জানুয়ারি রুমা সেনাজোনের সদস্যরা রুমা উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে ক্যতোই খুমি পাড়ার কাছে একটি পাহাড়ি ঝিড়িতে অভিযান চালিয়ে প্রায় চার একর পপি বাগান ধ্বংস করে। এসময় পেনন খুমি (৩৫) নামের একজনকে আটক করা হয়।