বাল্যবিয়ে ঠেকাতে স্কুলছাত্রীর বাড়িতে সহপাঠীদের বিক্ষোভ

2বাল্যবিয়ে বন্ধের দাবিতে এক স্কুলছাত্রীর বাড়িতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন সহপাঠীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নে এ ঘটনা ঘটে। ফারহানা আক্তার জ্যোতি দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বিক্ষোভের মুখে ওই ছাত্রীর বাবা মিজানুর রহমানসহ অভিভাবকেরা বাড়ি থেকে পালিয়ে যান।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদার উল আলম জানান, ফারহানা আক্তার জ্যোতির বাবা মিজানুর রহমান মেয়ের অমতে তার বিয়ের দিন ঠিক করেন। এ কারণে গত ৩-৪ দিন সে বিদ্যালয়ে যায়নি। সহপাঠীদের জানানোর পর তারা বাড়িতে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে তিনি চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলছুম মনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া, প্রধানশিক্ষক সুষমা শারমিন আলপনা ও চাটখিল থানা পুলিশসহ শিক্ষকদের ঘটনাস্থলে পাঠান।  

1ইউএনও আরও জানান, ওই ছাত্রীর বাবা মিজানুর রহমানকে খুঁজে বের করা হয়। তার মা, আত্মীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফারহানা আক্তার জ্যোতিকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়।