করোনা নিয়ে রাজনীতি নয়: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের ব্রিফ করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকরোনাভাইরাস মোকাবিলায় সবাইকে জনগণের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘দল-মতের ঊর্ধ্বে উঠে বৈশ্বিক দুর্যোগ করোনা মোকাবিলা করতে হবে। এটি নিয়ে রাজনীতি করা খুবই দুর্ভাগ্যজনক। বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানাবো, রাজনীতি ভুলে জনগণের পাশে দাঁড়ানোর জন্য।’

শুক্রবার (২০ মার্চ) দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি সংবাদ সম্মেলন করে যে বিভ্রান্তি ছড়াচ্ছে, সেটির সঙ্গে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটাচ্ছে; তার মধ্যে যোগসূত্র আছে। সবাইকে অনুরোধ করবো, কেউ এ ধরনের বিভ্রান্তি ছড়াবেন না। আগেও ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছিল। এখনও আতঙ্ক সৃষ্টি করে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। সরকার এগুলো কঠোর হাতে দমন করার জন্য বদ্ধপরিকর। যাদের শনাক্ত করা হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
করোনাভাইরাসে চট্টগ্রামেও অনেক মানুষ মারা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ডাক্তার পরিচয় দিয়ে একটি ভয়েস রেকর্ড ছাড়া হয়েছে। এই ডাক্তার তার আত্মীয়ের সঙ্গে কথা বলছেন, এটি সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ও কীভাবে আসবে? এটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার অর্থই হচ্ছে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করা। কারা এসব গুজব রটাচ্ছে তাদের শনাক্ত করতে সরকারের কারিগরি টিম ও বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে।’

সরকার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে—বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন অভিযোগের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘করোনাভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ। যুক্তরাষ্ট্রও নিজেদের এটি থেকে মুক্ত রাখতে পারেনি। ইউরোপের সব দেশ—যাদের কারিগরি দক্ষতা, মেডিক্যাল সায়েন্স, আর্থিক সক্ষমতা সবকিছু আমাদের চেয়ে ভালো, তারাও এটি থেকে নিজেদের মুক্ত রাখতে পারেনি। সৌদি আরবের আর্থিক সক্ষমতা অনেক বেশি। সেখানে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে আপনারা জানেন। সেক্ষেত্রে বাংলাদেশও নানা পদক্ষেপ নিয়েছে, আমাদের দেশে এখনও পরিস্থিতি অনেক দেশের চেয়ে ভালো।’