শবে বরাতে বাড়িতে ইবাদতের নির্দেশ সিএমপির

চট্টগ্রামপবিত্র শবে বরাতের রাতে চট্টগ্রাম নগরীর ধর্মপ্রাণ মুসল্লিদের যার যার অবস্থানে থেকে ইবাদত করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার। বুধবার (৮ এপ্রিল) দুপুরে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু একসঙ্গে অধিক লোকের সমাগমের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পায় সেজন্য আলেমরা মসজিদ বা অন্য কোনও ধর্মীয় স্থানে মুসল্লিদের জমায়েত হয়ে ইবাদত করার বিষয়ে নিরুৎসাহিত করছেন। তাই করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার রোধে শবে বরাতে যার যার অবস্থানে থেকে অর্থাৎ মসজিদ, মাজার, কবরস্থান, মিলাদ মাহফিল বা অন্য কোনও ধর্মীয় অনুষ্ঠানে ভিড় না করতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামী ফাউন্ডেশন মসজিদে নিয়মিত নামাজের সময় ইমাম, মোয়াজ্জিন, খাদেমসহ পাঁচ জন এবং জুমার নামাজের সময় সর্বোচ্চ ১০ জন মিলে নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে।