সাংগ্রাই উৎসব স্থ‌গিত

সাংগ্রাই উৎসবে তরুণীদের হাতপাখা নৃত্য, ফাইল ছিল

করোনার কারণে এবার বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমাদের অন্যতম সামাজিক ও ধর্মীয় উৎসব সাংগ্রাইয়ের সব অনুষ্ঠান স্থ‌গিত করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকা‌লে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
ক্যশৈহ্লা বলেন, জাতির বৃহত্তর স্বার্থে এ বছর সাংগ্রাই উৎসবে কোনও ধরনের অনুষ্ঠান পালন করা হবে না। ক্যায়ংয়ে ক্যায়ংয়ে থাকবে না কোনও সম্মিলিত পূজা অর্চনা।

‌তি‌নি ব‌লেন, প্রতিবছর পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে মারমা সম্প্রদায়ের লোকজন সাংগ্রাই উৎসব পালন করেন। ১৪ এপ্রিল থেকে ৩ দিনব্যাপী সাংগ্রাই উৎসব পালন করার কথা ছিল। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক। তাই সাংগ্রাইয়ে সম্মিলিত সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে না। ঘরে বসে সবাইকে উৎসব পালন করার অনুরোধ জানান তিনি।

চেয়ারম্যান বলেন, বান্দরবান জেলায় ৩৬টি ক্যায়াং রয়েছে। সাংগ্রাই উপলক্ষে ধর্মগুরুদের জন্য প্রত্যেক ক্যায়াংয়ে চাল, ডাল, আলু, তেল, দুধ ও চিনিসহ খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে।