করোনা উপসর্গে চট্টগ্রামের নগর পরিকল্পনাবিদের মৃত্যু

FB_IMG_1591243168841করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নগর পরিকল্পনাবিদ সারোয়ার উদ্দিন আহমেদ (৫৭) মৃত্যুবরণ করেছেন। বুধবার (৩ জুন) বিকাল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিডিএ-এর নগর পরিকল্পনাবিদ আবু ঈছা আনসারী এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি হন। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বুধবার তাকে সেখান থেকে জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

সিডিএ’র নগর পরিকল্পনাবিদ আবু ঈছা আনসারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারোয়ার উদ্দিন আহমেদ শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সকালে ম্যাক্স হাসপাতালে ভর্তি হন। এরপর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মৃত্যুবরণ করেন।’

তিনি আরও বলেন, ‘সারোয়ার করোনাভাইরাসে আক্রান্ত কিনা জানা যায়নি। মৃত্যুর পর পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার হার্টে রিং পরানো ছিল।’