দুপুরে হাসপাতালে ভর্তি, সন্ধ্যায় মৃত্যু

ফেনী সিভিল সার্জন কার্যালয়করোনার উপসর্গ নিয়ে ফেনীতে দুই ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের বয়স ৫৫-৬৫ বছরের মধ্যে।

এদের একজন দাগনভূঞার দক্ষিণ আলীপুর গ্রামের বাসিন্দা ও অপরজন সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

হাসপাতালের আরএমও ডা. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, বৃহস্পবিার দুপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দক্ষিণ আলীপুর গ্রামের বাসিন্দা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সন্ধ্যায় অবস্থার অবনতি হওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। সোনাগাজীর বাসিন্দা ৬৫ বছরের এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে সন্ধ্যায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। হাসপাতালে আনার কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়েছে।

তিনি জানান, মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ৬ দিনে ৬ জনের মৃত্যু হয়েছে।