তেল চুরির অভিযোগে দিনমজুরকে পিটিয়ে হত্যা!

পিটিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে তেল চুরির অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জাকিরের বাড়ি তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেঙ্গাতুলি গ্রামে।
সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার গৌরীপুর উত্তর বাজারের হাজী মোহাম্মদ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। 
দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, নিহতের শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিবার লিখিত অভিযোগ দিলে আমরা মামলা নেবো।
নিহতের ছেলের বউ পান্না আক্তার বলেন, ‘জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলী আশরাফের ছেলে মিজান তেল চুরির অভিযোগে জাকিরকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে। তার শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে রাখে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান।’

তবে এ প্রসঙ্গে জানতে চাইলে চেয়ারম্যান আলী আশরাফ বলেন, ‘তেল চুরির বিষয় কিনা জানি না, জাকির নিরীহ মানুষ। ট্রাক্টর চালাতো আবার দিনমজুরিও করতো। তবে শুনেছি সে কেরির ট্যাবলেট খেয়ে মারা গেছে।’ আর তার ছেলের নামে এসব অভিযোগ মিথ্যা বলে তিনি দাবি করেন।