মাস্ক না পরায় রায়পুরে ৩৮ জনকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানলক্ষ্মীপুরের রায়পুরে করোনাভাইরাস প্রতিরোধে ‘নো মাস্ক নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন’ শীর্ষক প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি পালন করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৮ ব্যক্তিকে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে রায়পুর পৌর শহরের বিভিন্নস্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী, পেশকার আব্দুল রহিম, এসআই নাসিম হক এমরান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, 'করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগণকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক পরিহিত ছাড়া চলাচল করায় ৩৮ পথচারীকে অর্থদণ্ড করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।'