প্রতিপক্ষের হামলায় উপজেলা চেয়ারম্যানের ভাই নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সীর ভাই ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জামাল মুন্সি (৫০) প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরচারতলা গ্রামের লতি বাড়ির লোকজনের সঙ্গে আধিপত্য বিস্তারসহ পূর্বের নানা বিষয় নিয়ে মুন্সি বাড়ির বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার দিবাগত রাতে লতি বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুন্সি বাড়িতে হামলা করে। এ ঘটনায় গুরুতর আহত হন জামাল মুন্সিসহ ১০ জন। পরে জামাল মুন্সিকে আশঙ্কাজনক অবস্থায় আশুগঞ্জের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সী সাংবাদিকদের বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হামলা চালানো হয়েছে। হামলার সময় আমার ছোট ভাই জামাল মুন্সী এগিয়ে এলে তারা তাকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করে।’

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।