মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে আর ট্রেন চালাতে চান না চালকরা

মেয়াদোত্তীর্ণ লোকোমোটিভ (ইঞ্জিন) দিয়ে ট্রেন না চালানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির নেতৃবৃন্দ। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এ দাবি জানানো হয়।

সংগঠনের আখাউড়া শাখার উদ্যোগে লোকোশেড থেকে একটি র‌্যালি বের হয়ে রেলওয়ে জংশন স্টেশন এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালিতে অর্ধশত লোকো মাস্টার (চালক), সহকারী লোকো মাস্টারসহ সদস্যরা অংশ নেন। র‌্যালি শেষে ৩নং প্লাটফরমে কেক কেটে প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের আখাউড়া শাখার যুগ্ম আহ্বায়ক সাব লোকো মাস্টার মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব লোকো মাস্টার জাহিদুল ইসলাম, সদস্য সহকারী লোকো মাস্টার মো. ফরিদ আহমেদ, সহকারী লোকো মাস্টার তৌহিদুল মুরসালিন ও সহকারি লোকো মাস্টার মো. সাইদুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা মেয়াদোত্তীর্ণ লোকোমোটিভ দ্বারা ট্রেন চালানো বন্ধ করা, হলিডে হলটেজ সুবিধাসহ রানিং স্টাফদের ঝুঁকিভাতা চালু করা, লোকো রানিং স্টাফদের শিক্ষাগত যোগ্যতা মূল্যায়ন করে বেতন স্কেল আপডেট, ঝুঁকিপূর্ণ রেলগেইট বন্ধ করা, 'উন্নত' রেস্টহাউজ নির্মাণসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।