কাদের মির্জাকে সমাবেশ করতে দেয়নি প্রশাসন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার রুপালী চত্বরে মেয়র আবদুল কাদের মির্জাকে সমাবেশ করতে দেয়নি পুলিশ ও স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে করোনা ভ্যাক্সিন নিয়ে সচেতনতামূলক সভা করতে চেয়েছিলেন তিনি। সে সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমার উপস্থিতিতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির নেতৃত্বে একদল পুলিশ তাকে সভা করতে বাধা দেয়।

জানা যায়, মেয়র আবদুল কাদের মির্জার সমাবেশ ডাকার খবর পেয়ে তার বিরোধী পক্ষ সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলও একই স্থানে সমাবেশ করার ঘোষণা দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রশাসন ও পুলিশের বাধার মুখে সেখানে কোনও পক্ষই সভা বা সমাবেশ করতে পারেনি। একপর্যায়ে মির্জা পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তিনি  বলেন, ‘বিষয়টি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাবো।’ পরে তিনি নেতাকর্মীদের নিয়ে বসুরহাট পৌরসভা ভবনের দিকে চলে যান। সন্ধ্যার পর মঞ্চে এসে বক্তৃতা করেন।

অপরদিকে, মিজানুর রহমান বাদল চরফকিরা ইউনিয়নের চাপরাশির হাটে মুজাক্কিরের জন্য শোক ও প্রতিবাদ সভা শেষে মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করেন।