সেনবাগে ভোটকেন্দ্রে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে ভোটকেন্দ্রে খোরশেদ আলম নামে এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে লুধুয়া কলাবাড়িয়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ একই এলাকার লুদুয়া দক্ষিণ পাড়ার জুলফিকার সাহেব বাড়ির আবদুল কাদেরের ছেলে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘খোরশেদ আলম ভোট দিতে গিয়ে কেন্দ্রের বুথে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।’  

উল্লেখ্য, কেশারপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদুর রহমানের মৃত্যুতে পদটি শূন্য হয়। আজ ওই ভোটকেন্দ্রে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ওই নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ২ হাজার ৮১৩ জন। নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২৩ জন পুলিশ, ১৬ জন র‌্যাব ও ২৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন।