দ্বিতীয়বারের মতো ব্রাহ্মণবাড়িয়ার মেয়র আ.লীগের নায়ার কবীর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ার কবির। মেয়র পদে মোট ২৮ হাজার ৫৫৪ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী মাহমুদুল হক ভূইয়া মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী মো. জহিরুল হক খোকন ধানের শীষ প্রতীকে এখানে তৃতীয় হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৯৬ ভোট।

এছাড়াও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত কমরেড মো. নজরুল ইসলাম হাতুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুল মালেক হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৪০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল কারীম নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৪৮ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৫০৪। এরমধ্যে ভোট পড়েছে ৫৭ হাজার ৭৮৪ ভোট। ভোট প্রদানের মোট হার ৪৮ শতাংশ।

জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ এটি নিশ্চিত করেছেন।

বিজয়ের পর শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা আওয়ামী লীগের সদ্য বিজয়ী মেয়র নায়ার কবীর বলেন, এই বিজয় জননেত্রী শেখ হাসিনার নৌকার, এই বিজয় সকল পৌরবাসীর। বিজয়ের জন্য পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।