অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই যুবলীগ নেতার ৫ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির মহালছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই যুবলীগ নেতাকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু সোমবার (১ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত দুই যুবলীগ নেতা হলেন মহালছড়ি উপজেলা যুবলীগের সদস্য মো. জহির এবং মাইসছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম।

ঘটনাস্থলে জরিমানার টাকা দিতে না পারায় তাদের খাগড়াছড়ি সদর থানায় নিয়ে আসা হয়। বিকাল ৫টার মধ্যে জরিমানার টাকা দিতে না পারায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।