নারী দিবসের মিছিলে পুলিশি বাধার অভিযোগ!

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মিছিলে পুলিশি বাধার অভিযোগ করেছে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলটি জেলা পরিষদ এলাকা ঘুরে পুনরায় স্বনির্ভর বাজারে এসে শেষ হয়। সোমবার (৮ মার্চ) সকালে সদরের স্বনির্ভর বাজারে এই কর্মসূচি পালন করেন হিল উইমেন্স ফেডারেশনের তিন শতাধিক নারী সদস্য।

কর্মসূচিতে ‘সব নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো, পরিত্যক্ত সেনা ক্যাম্পে পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত মানি না, বাতিল করো’ এসব স্লোগান দেন কর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী দয়া সোনা চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা ও চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক রিতা চাকমা।