বেসিলাস ব্যাকটেরিয়াকে বন্ধু হিসেবে গ্রহণের আহ্বান

উদ্ভাবনীয় প্রযুক্তির মাধ্যমে প্রকৃতি হতে শতকরা ৭৬ ভাগ উপকারি ব্যাকটেরিয়া সংগ্রহ ও ব্যাবহার করে কৃষিতে উৎপাদন বাড়ানো সম্ভব। তাই বন্ধু হিসেবে বেসিলাস ব্যাকটেরিয়াকে গ্রহণ করলে কৃষকেরা লাভবান হবে বলে মনে করেন কৃষি গবেষকরা।

কৃষিতে নভেল বেসিলাসের ব্যবহার ও প্রয়োগের পর ফলাফল নিয়ে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত মাঠ দিবসে এসব কথা বলেন বিশেষজ্ঞরা।

জেলার মানিকছড়ির ময়ুরখীলে শনিবার (২০ মার্চ) হাতে কলমে বেসিলাস ব্যাকটেরিয়ার ব্যবহার ও প্রয়োগ নিয়ে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইকবাল ফারুকের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবু হেনা ছরোয়ার জাহান বেলাল।

অন্যান্যের মধ্যে গবেষক ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পরিচালক ড. মু. তোফাজ্জল হোসেন রনি উপস্থিত ছিলেন।