ফেনী-নোয়াখালী সড়কে সীমিত পরিসরে যান চলাচল শুরু

ফেনী ও নোয়াখালী মহসড়কে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়েছে। পুলিশ রাস্তা থেকে গাছের গুঁড়িগুলো সারানোর পর রবিবার (২৮ মার্চ) বেলা ১১টা থেকে যান চলাচল শুরু হয়। এর আগে সকালে গাছের গুঁড়ি ফেলে সড়কটি অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন,  ‘হেফাজতের কর্মীরা ফেনী নোয়াখালী সড়কের বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছেন। পুলিশ খবর পাওয়ার পরপরই তা সরিয়ে দিচ্ছে।’

নোয়াখারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন,  ‘বেগমগঞ্জের জমিদারহাট এলাকায় সড়ক থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা গাছের গুঁড়ি অপসারণ করে নিয়েছে। এখানে কাউকে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।’

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, সকাল ৯টার দিকে তাঁরা দাগনভূঞা থেকে অটোরিকশায় বেগমগঞ্জের চৌমুহনী যাচ্ছিলেন। তাঁরা জমিদারহাট এলাকায় এসে দেখেন, ফেনী-নোয়াখালী মহাসড়কের ওপর অসংখ্য গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে।

তবে ফেনী জেলা শহরসহ সড়কে হরতাল চলাকালে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা শহরের সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক পাহারায় রয়েছে।