কুমিল্লায় ওষুধ কারখানায় বিস্ফোরণ, আহত ৬

কুমিল্লা নগরীর বিসিক শিল্প নগরীর বেঙ্গল ড্রাগ অ্যান্ড কেমিক্যাল ওয়ার্কস (ফার্মাসিউটিক্যালস্) নামের একটি ওষুধ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনের দেয়াল ও গ্লাস ভেঙে অন্তত ছয় শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনতলা ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে এসে পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।

বিস্ফোরণের বিষয়ে তদন্ত ছাড়া কিছু বলা যাবে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কুমিল্লার সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।

তবে কারখানার ম্যানেজার রেজাউল করিম দাবি করছেন, এসি থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বেঙ্গল ড্রাগ অ্যান্ড কেমিক্যাল ওয়ার্কস নামের ওষুধ কারখানায় অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল মজুত করা হয়েছিল। ওই মজুত হওয়া কেমিক্যাল থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে অনেকের ধারণা।

কারখানার ম্যানেজার রেজাউল করিম জানান, সকাল ১০টার সময় হঠাৎ ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণে ভবন কেঁপে উঠে। ভেঙে পড়ে ভবনের দেয়ালসহ বিভিন্ন অংশ। এতে ৬/৭ জন শ্রমিক আহত হন। এদিকে আহতদের মধ্যে শারমিন (১৬), জুলেখা বেগম (৩৮), শামীমা (৪০), আল-আমিন (২৫), ফাহমিদা (২০) ও ফাতেমাকে (৩৫) উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

পরে গুরুতর আহত হওয়া কারখানার কর্মী আল-আমিন, সন্ধ্যাবাণী ও ক্লিনার শামীমা আক্তারকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মির্জা তাইয়েবুল ইসলাম জানান, বিস্ফোরণ হলেও কারও শরীর পুড়ে যায়নি, ফ্র্যাকচার হয়েছে। তাদের জেনারেল ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, বিস্ফোরণের ঘটনা শুনেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সহযোগিতা করা হয়েছে। ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।