করোনায় মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার শাহাব উদ্দিনের মৃত্যু

করোনার কাছে হেরে গেলেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাব উদ্দিন। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাফ্ফর আহমদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, গত ২৮ মার্চ শাহাব উদ্দিন করোনা পজিটিভ হোন। এরপর তাকে নগরীর পাঁচলাইশ এলাকার ডেল্টা কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শে প্রথম দফায় তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। এরপর গত ৪ এপ্রিল হঠাৎ তার অক্সিজেন লেভেল কমতে থাকে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি এতদিন চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তার শ্বাসকষ্ট শুরু হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মো. শাহাব উদ্দিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামের মরহুম হাফেজ আহমদের প্রথম পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

তার জামাতা রাইসুল উদ্দিন সৈকত জানান, পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে করোনা পরিস্থিতির কারণে গ্রামের বাড়ি মিরসরাইয়ে জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হবে। তবে মুক্তিযোদ্ধা ও উনার সহকর্মীদের অনুরোধে বাদ জুমা নগরীর পাঁচলাইশস্থ মোহাম্মদপুর আবাসিক এলাকায় তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় মীরসরাই উপজেলার মলিয়াইশস্থ নিজ গ্রামে তাকে রাষ্ট্রীয় সম্মান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।