নোয়াখালীতে বেড়েছে করোনার সংক্রমণ, বাড়ি বাড়ি লকডাউন

নোয়াখালীতে ঈদ পরবর্তী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃৃত্যু হয়েছে। নতুন করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তের হার ২৯ দশমিক ৩৬ শতাংশ এবং মোট আক্রান্তের হার ৯ দশমিক ৭১ শতাংশ। সদর উপজেলা এবং নোয়াখালী পৌরসভায় আক্রান্তের সংখ্যা বৃৃদ্ধি পাওয়ায় বাড়ি বাড়ি লকডাউন করা হচ্ছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জন।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সদর ও বেগমগঞ্জ উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। আজ আক্রান্তের হার ২৯ দশমিক ৩৬ শতাংশ। মোট আক্রান্তের হার ৯ দশমিক ৭১ শতাংশ। সদর উপজেলা এবং নোয়াখালী পৌরসভায় আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় বাড়ি বাড়ি লকডাউন করা হচ্ছে। বিকেলে জরুরি সভায় পুরো জেলায় বিশেষ লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সদরের ৬১ জন, বেগমগঞ্জের ১২ জন, কোম্পানীগঞ্জের নয়জন, চাটখিলের সাতজন, সেনবাগের ছয়জন, সোনাইমুড়ীর চারজন, কবিরহাটের একজন ও সুবর্ণচরের একজন। এ নিয়ে আক্রান্ত হয়েছেন আট হাজার ৫৩৬ জন। বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩১ জন। আইসোলেশনে আছেন ১২ জন।