ডাকাত দল প্রধান নুর নবীর সহযোগীর বাসা থেকে অস্ত্র উদ্ধার

আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নুর নবীর এক সহযোগীর বাসা থেকে দুটি এলজি, একটি কিরিচ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ জুন) গভীর রাতে নগরীর চান্দগাঁও থানাধীন শংকর দেওয়ানজিরহাট, আহমেদ হোসেন কনট্রাক্টরের টিনশেড ঘরের ভাড়াটিয়া নাসিরের কক্ষে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য জানিয়েছেন। রিমান্ডে থাকা নুর নবীর দেওয়া তথ্যে মতে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে তিনি জানান।

নুর নবী আন্তঃজেলা ডাকাত দলের প্রধান। সম্প্রতি নগরীর ডবলমুরিং থানাধীন পোস্তারপাড় এলাকার একটি গোডাউন থেকে ৩২ লাখ টাকার সিগারেট লুটের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় বর্তমানে নুর নবী পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, আন্তঃজেলা ডাকাত দল নুর নবী বাহিনী ডাকাতির সময় অস্ত্র ও কিরিচ ব্যবহার করে। ডাকাতিতে বাধা দিলেই গুলি ছোড়ে, কোপায়। রিমান্ডে সে স্বীকার করে এসব অস্ত্র তার বাহিনীর সদস্য নাসিরের কাছে আছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে চান্দগাঁও থানার শংকর দেওয়ানজিরহাট, আহমেদ হোসেন কনট্রাক্টরের টিনশেড ঘরের ভাড়াটিয়া নাসিরের কক্ষের সানসেট থেকে দুইটি এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং একটি কিরিচ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, নাসির নুর নবীর অন্যতম সহযোগী। তার কাছেই অস্ত্র ও গুলি থাকে। তাদের টার্গেট নির্ধারণ হলে এসব অস্ত্র, গুলি নিয়ে নাসির বের হয়। নাসিরের বিরুদ্ধে রাউজান ও রাঙ্গুনিয়া থানায় দুইটি মামলা রয়েছে। পুলিশ আসার আগেই পালিয়ে যায় নাসির। যে কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।