নাফ নদে ভেসে উঠলো আরও দুই রোহিঙ্গার লাশ

কক্সবাজারের টেকনাফে নাফ নদে ভেসে উঠা আরও দুই রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদের তীরে এসকে আনোয়ার প্রজেক্ট ও লেদা এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।

লাশ দুটি রোহিঙ্গার বলে শনাক্ত হওয়া গেলেও তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এ নিয়ে নাফ নদে নৌকাডুবির ঘটনায় তিনদিনে চার শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করলো পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, নাফ নদের তীরে ভেসে আসা শিশুসহ আরও দুই রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিনদিনে ছয়জনের লাশ উদ্ধার করা হলো। এর মধ্য চারজনের পরিচয় মিলেছে। উদ্ধার লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠানো হচ্ছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। দালালদের কারণে এমন প্রাণহানির ঘটনা ঘটেছে বারবার। ঘটনায় জড়িতদের আইনের আওতায় না আনলে এ ধরনের ঘটনা চলমান থাকবে।

এর আগে গত শনিবার কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের কয়েকজন মিয়ানমারে যাওয়ার পথে নাফ নদে তাদের বহনকারী নৌকাটি ঝড়বৃষ্টির কবলে পড়ে ডুবে যায়। তারা প্রায়ই উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্প থেকে মিয়ানমারে জানে আলমের মায়ের কাছে বেড়াতে যেতেন। তবে ওই দিন নৌকায় কতজন ছিলেন তা জানা যায়নি।