পদায়নের ৫ দিনেই বিজয়নগর থানার ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় পদায়নের পাঁচ দিনের মাথায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে পুলিশ সদরদফতরের এক আদেশে তাকে এপিবিএনে সংযুক্ত করা হয়। এর আগে গত ১২ জুন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে বিজয়নগর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। তখন তিনি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন সাংবাদিকদের জানান, জনস্বার্থে ওসি লোকমানকে ঢাকায় এপিবিএনে সংযুক্ত করা হয়েছে। আর বিজয়নগরে এখন পর্যন্ত নতুন কাউকে পদায়ন করা হয়নি।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত মার্চ মাসে হেফাজতের তিন দিনের (২৬-২৮ মার্চ) সহিংসতার পর জেলা পুলিশে বেশ রদবদল করা হয়েছে। ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা), ওসি লোকমান ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাসহ পুলিশের মোট ২৪ সদস্যকে বদলি করা হয়েছে। লোকমান বাদে বাকিদের সিলেট, বরিশাল, রংপুর, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায় বদলি করা হয়।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিন ব্রাহ্মণবাড়িয়া শহরসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা চালায় হেফাজতের নেতাকর্মীরা। সহিংসতা চলাকালে তারা সরকারি-বেসরকারি অন্তত অর্ধশত স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় মোট ৫৬টি মামলা দায়ের হয়েছে। মামলাগুলোর এজাহারে ৪১৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৩০ থেকে ৩৫ হাজার জনকে আসামি করা হয়। পুলিশ গত আড়াই মাসে অন্তত পাঁচ শতাধিক আসামিকে গ্রেফতার করে।