হাসপাতালে অক্সিজেন সংকটে বৃদ্ধের মৃত্যু, অবহেলার অভিযোগ স্বজনদের

ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন সংকটে মো. আবু তাহের (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে ৪০টি অক্সিজেন সিলিন্ডার মজুত থাকলেও চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছেন মৃত ব্যক্তির স্বজনরা। বুধবার (৩০ জুন) দুপুরে ওই ব্যক্তি মারা যান।

আবু তাহের চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানায়, আবু তাহেরকে মঙ্গলবার বেলা ১১টার দিকে হার্টের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে তাকে চিকিৎসা দেওয়া হয়। বুধবার বেলা ১১টার দিকে পুনরায় তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এ সময় রোগীর স্বজনরা হাসপাতালে থাকা অক্সিজেন সিলিন্ডার চাইলে কর্তব্যরত চিকিৎসক ডা. রোমানা আক্তার ও নার্স শিমুল আক্তার হাসপাতালে কোনও প্রকার অক্সিজেন সিলিন্ডার নেই বলে জানিয়ে দেন। এতে অক্সিজেন সংকটে দুপুর ১২টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্টে মারা যান বৃদ্ধ আবু তাহের।

এ ঘটনায় ওই চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা এবং অক্সিজেন সিলিন্ডার থাকার পরেও না দেওয়ার অভিযোগ করেন মৃত ব্যক্তির মেয়ের জামাই আরু মিয়া। তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ডা. রোমানা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হাইফ্লো অক্সিজেন দেওয়ার জন্য ব্যবস্থাপত্র দিয়ে রোগীকে ফেনী জেনারেল হাসপাতালে রেফার করা হয়। কিন্তু রোগীর স্বজনরা তাকে সেখানে নেননি। সোনাগাজী হাসপাতালে থাকা অক্সিজেন সিলিন্ডারগুলো মূলত অ্যাজমা বা স্বল্প শ্বাসকষ্টের রোগীদের দেওয়া হয়। এরপরও রোগীর ব্যবস্থাপত্রে অক্সিজেন দেওয়ার কথা উল্লেখ ছিল।’ কী কারণে কর্তব্যরত নার্স অক্সিজেন দেননি, তা তিনি জানেন না বলে জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ এ ব্যাপারে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে চিকিৎসক ও নার্সের অবহেলার প্রমাণ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া রোগী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, নমুনা পরীক্ষার প্রতিবেদন পেলে বোঝা যাবে।’