ঘোষণার আগেই খাগড়াছড়িতে লকডাউন ‘শিথিল’

সারাদেশে কঠোর লকডাউন শিথিল ঘোষণার আগেই খাগড়াছড়িতে সবকিছু ‘শিথিল’ হয়ে গেছে। তবে গণপরিবহন বন্ধ রয়েছে। চলছে ছোট যানবাহন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকেই খোলা রয়েছে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান। রাস্তায় মানুষের জনসমাগম বেড়ে গেছে। বসেছে গরুর হাট। তবে সর্বত্র উপেক্ষিত স্বাস্থ্যবিধি।
 
জেলা শহর ঘুরে দেখা যায়, শহরের প্রধান প্রধান সড়ক, ব্যবসাপ্রতিষ্ঠান, অলিগলির সব দোকানপাট খোলা রয়েছে। মানুষের উপস্থিতি স্বাভাবিক। দোকানে বসে আড্ডা দিচ্ছে লোকজন।
 
এদিকে, সদরের ভাইবোনছড়া এলাকায় বসেছে পশুর হাট। স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক নেই। সবকিছু চলছে স্বাভাবিক।
 
সদরের ভাইবোনছড়া এলাকার দোকানি মো. আইয়ুব আলী, লিয়াকত হোসেন ও নির্মালেন্দু চাকমা জানান, লকডাউন শিথিল কথা শুনে দোকান খুলেছি। আর কতদিন এভাবে দোকান বন্ধ রাখবো।
 
দোকানে বসে আড্ডা দেওয়া মাসুদ পারভেজ, সিরাজ উদ্দিন ও মিন্টু মারমা জানান, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তারা। ঘরে বসে জরুরি কাজের সমাধান হয় না। স্বাস্থ্যবিধি মেনেই রাস্তায় বের হয়েছেন। কাজ শেষে বাড়ি ফিরবেন তারা।
 
শহরের টমটমচালক রহমত আলী বলেন, গরিবের খবর কেউ নেয় না। ঘরে খাবার নেই। গাড়ি চালিয়ে কিছু টাকা উপার্জন হলে চাল-ডাল ও তরকারি কিনে বাসায় যাবো।
সদরের ভাইবোনছড়া বাজারে জনসমাগম
 
জেলা সিভিল সার্জন নুপুর কান্তি দাশ বলেন, এখনও কঠোর লকডাউন চলছে। আগামী বৃহস্পতিবার থেকে নয় দিন বিধিনিষেধ শিথিল রাখার কথা বলা হয়েছে। কিন্তু তার আগেই দোকানপাট খুলে অপরাধ করেছেন দোকানিরা। অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। লোকজনকে স্বাস্থ্যবিধি মানাতে এবং ঘরে রাখতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৬ নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি। সার্বিকভাবে করোনার সংক্রমণ কিছুটা কমেছে।
 
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, সব উপজেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এখনও জেলায় লকডাউন শিথিল ঘোষণা করা হয়নি। লোকজনকে লক্ডাউন মানতে বাধ্য করা হচ্ছে। এ পর্যন্ত চার শতাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এরপরও অকারণে মানুষ রাস্তায় বের হচ্ছে। কেউ কেউ স্বাস্থ্যবিধি মানছে না।
 
তিনি বলেন, করোনায় কর্ম হারানো নয় উপজেলা ও তিন পৌরসভার অসহায় মানুষের জন্য ১৭৫ মেট্রিক টন চাল, ২০০ মেট্রিক টন খাদ্যশস্য এবং ৮৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
 
এদিকে ঈদুল আজহা উপলক্ষে লকডাউন শিথিল করেছে সরকার। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে এক প্রজ্ঞাপন জারি করে আগামী বৃহস্পতিবার থেকে নয় দিন লকডাউন শিথিল রাখার কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।