আ.লীগ নেতার গাড়িতে হামলা, কমলনগরে ইউপি চেয়ারম্যান কারাগারে 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেফতারে পর চর লরেন্স ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহ হিরনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ জুলাই) উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (১৬ জুলাই) তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থিত করলে হিরনকে কারাগারে পাঠান তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি জসিম উদ্দিন। ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ হিরন আওয়ামী লীগ নেতার গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলার এজাহারভুক্ত আসামি।

গত ২১ জুন সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে তোরাবগঞ্জের উত্তর চরপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক পিংকুর গাড়িতে হামলা চালানো হয়। এসময় পিংকুর গাড়ির সামনের ও পাশের কাঁচ ভেঙে যায়। একই সময় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের ব্যক্তিগত গাড়িতেও হামলা করা হয়। 

এসময় আওয়ামী লীগ কার্যালয়সহ কয়েকটি দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি ১০ পিটিয়ে নেতাকর্মীকে আহত করার অভিযোগ উঠে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর গাড়িচালক নিজাম উদ্দিন বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নাম উল্লেখ করে ৫৪ জনকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আরও ১৮০ জনকে আসামি করা হয়েছে।