ঈদের পর বিধিনিষেধের প্রথমদিনে ফাঁকা মহাসড়ক 

ঈদের পর বিধিনিষেধ শুরুর প্রথমদিন শুক্রবার (২৩ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বেশ ফাঁকা দেখা গেছে। এদিন শহরের বিভিন্ন সড়কে রিকশা ছাড়া ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি কম দেখা গেছে। শহরের প্রতিটি সড়কের মোড়ে মোড়ে চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট, শপিংমল, বিপণিবিতান।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-নেয়াখালী, কুমিল্লা- সিলেট ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কসহ জেলায় সড়কগুলোতে জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া কোনও গাড়ি চলাচল করতে দেখা যায়নি।  

বিধিনিষেধে কুমিল্লা শহরে যানবাহন ও মানুষের চলাচল কম ছিলসরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট বসিয়েছে হাইওয়ে পুলিশ। বিধিনিষেধ অমান্য করে যারা সড়কে যানবাহন চালাচ্ছেন তাদের কৈফিয়ত দিতে হচ্ছে। সড়কে বের হওয়া গুরুত্বপূর্ণ না হলে পুলিশ মামলা ও জরিমানা করছেন।

বিধিনিষেধে কুমিল্লার সড়কের অবস্থাকুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, কঠোর বিধিনিষেধের প্রথমদিন শুক্রবার ভোর থেকে কুমিল্লা গাড়ি চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। সরকারের এই বিধিনিষেধ বাস্তবায়নের জন্য কুমিল্লা সিটি করপোরেশনসহ ১৭টি উপজেলা মোবাইলকোট পরিচালনা করা হবে। প্রত্যেক উপজেলার ইউএনও এবং এসিল্যান্ডের নেতৃত্বে ৩৪টি মোবাইলকোর্ট টিম কাজ করবে। অর্থাৎ, সিটি করপোরেশন আর উপজেলা মিলিয়ে সম্ভাব্য মোট ৪০টি টিম মাঠে থাকবে প্রতিদিন।

বিধিনিষেধে কুমিল্লা শহরে যানবাহন ও মানুষের চলাচল কম ছিল

উল্লেখ্য, করোনা সংক্রমণ মোকাবিলায় শুক্রবার ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে এই কঠোর বিধিনিষেধ।