লকডাউনে কাদের মির্জার চা-চক্রের আয়োজন

করোনাভাইরাস রোধে সরকার আরোপিত কঠোর লকডাউনের মধ্যে যেকোনও জনসমাগম নিষিদ্ধ থাকলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা হলরুমে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে চা-চক্রের আয়োজন করেছেন পৌর মেয়র আবদুল কাদের মির্জা।

আমেরিকা যাওয়ার প্রাক্কালে সোমবার (২৬ জুলাই) বিকালে প্রায় দুই শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এ চা-চক্রের আয়োজন করা হয়।

কাদের মির্জার ফেসবুক অ্যাকাউন্টে চা-চক্র অনুষ্ঠানের চারটি ছবি আপলোড করলে, স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়রা বলছেন, তার এ ধরনের কর্মকাণ্ড সরকার ঘোষিত কঠোর লকডাউনকে প্রশ্নবিদ্ধ করছে। একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ডে এ ধরনের কাজে অনেকেই উৎসাহিত হবেন।

অনুষ্ঠানে নেতাকর্মীদের সমাগম

জানা গেছে, চিকিৎসার জন্য বুধবার (২৮ জুলাই) ভোর ৪টায় আমেরিকার উদ্দেশে উড়াল দেবেন বসুরহাটের পৌর মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১টায় কোম্পানীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। এ জন্য অনুসারীদের নিয়ে তিনি এ চা-চক্রের আয়োজন করেন।

লকডাউনে এমন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে জানতে কাদের মির্জার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে চা-চক্র অনুষ্ঠানের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে চারটি ছবি আপলোড করে কাদের মির্জা লেখেন, আমেরিকা যাওয়ার প্রাক্কালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর সঙ্গে চা-চক্রে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। কোম্পানীগঞ্জে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ধৈর্য নিয়ে কাজ করার নির্দেশনা দিই। আসুন, সবাই শান্তশিষ্ট কোম্পানীগঞ্জ প্রতিষ্ঠায় যে যার অবস্থান থেকে সহযোগিতা করি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন ভঙ্গ করে এ ধরনের চা-চক্র করার কোনও সুযোগ নেই।