পাহাড়ি ঢলে সড়ক বিলীন

কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁওয়ের সঙ্গে রামু উপজেলার ঈদগড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলের তোড়ে সড়ক ধসে যাওয়ায় দুই উপজেলার যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।

বুধবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের ঈদগড় ইউনিয়নের পানের ছড়া পয়েন্টে প্রায় দেড়শ ফুট সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যায়।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, দুই দিন ধরে ভারী বৃষ্টিতে রামুর বেশির ভাগ এলাকায় বন্যা দেখা দিয়েছে। ফলে পাহাড়ি ঢলে ঈদগাঁও উপজেলা ও ঈদগাঁও বাজারের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঈদগড়-ঈদগাঁও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিকল্প পথে বাইশারী-গর্জনিয়া-নাইক্ষ্যংছড়ি-রামু হয়ে কলা পরিবহন করতে হবে। ফলে কয়েক গুণ বেশি পরিবহন খরচ পড়বে।

কয়েক বছর ধরে ঈদগাঁও নদীর মূল স্রোতধারা সড়কের পাশ দিয়ে প্রবাহিত হলেও ভাঙন প্রতিরোধ অথবা নদীশাসনের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।

এদিকে উখিয়া ও পার্শ্ববর্তী পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যার পানিতে ডুবে আট জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) উখিয়া ও ঘুমধুমের বিভিন্ন স্থানে তাদের মৃত্যু হয়।