লকডাউনেও এক চাঁদের গাড়িতে ৭০ যাত্রী! 

লকডাউন অমান্য করে একসঙ্গে ৭০ জন যাত্রী পরিবহনের অভিযোগে জব্দ করা হয়েছে একটি জিপ (চাঁদের গাড়ি)। যাত্রীদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব।

সুপ্রিয় দেব বলেন, খাগড়াছড়িতে স্থানীয়রা লকডাউন মানতে চান না। বৃহস্পতিবার (২৯ জুলাই) খাগড়াছড়িতে হাটবার থাকে। লোকজন স্বাস্থ্যবিধি মেনে বাজার করে বাড়িতে ফিরবে এমনটা হওয়ার কথা থাকলেও তা হয়নি।

তিনি জানান, বাজার শেষে সদরের নয়মাইল কৃষি গবেষণা সীমানাপাড়া যাওয়ার একটি চাঁদের গাড়িতে ৭০ জন যাত্রী পরিবহন করা হয়। বলা যায় একজনের ওপর আরেক যাত্রী তুলে যাত্রী পরিবহন করা হচ্ছিলো। গাড়িটি আদালত মোড়ে আসলে পুলিশ চেকপোস্টে থামানো হয়। পরে যাত্রীরা ক্ষমা চেয়ে ছাড় পায়। তবে গাড়িটি জব্দ করে খাগড়াছড়ি সদর থানায় নেওয়া হয় বলে জানান তিনি।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে না। এরই সুযোগ নিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহনের ঘটনায় জিপ গাড়িটি জব্দ করা হয়েছে।