লকডাউনে মায়ের চেহলাম আয়োজন করায় ছেলেকে জরিমানা

লকডাউন অমান্য করে নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের পাটোয়ারী বাড়িতে মায়ের চেহলাম অনুষ্ঠান আয়োজন করায় ছেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় ওই বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম আবু সালেহ মোহাম্মদ মোসা এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বদলকোট ইউনিয়নের পাটোয়ারী বাড়ির বজলুল রশীদ তার মৃত মায়ের জন্য লকডাউনের মধ্যেও জনসমাগম করে চেহলাম অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিষয়টি জানতে পেরে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়ে আয়োজককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করে। একইসঙ্গে জনসমাগম না করে রান্না করা খাবার দাওয়াত পাওয়া সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

আদালত পরিচালনায় সহযোগিতা করে চাটখিল থানার পুলিশ।