চাঁদপুরের এক হাসপাতালেই ২৪ ঘণ্টায় উপসর্গে ১১ জনের মৃত্যু

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশনে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) দুপুর ২টা থেকে মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা সবাই করোনাভাইরাসের উপসর্গে ভুগছিলেন। হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ও করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।

মৃতরা হলেন- চাঁদপুর সদরের বহরিয়ার রঘুনাথপুর এলাকার আবদুল লতিফ (৬৫), ফরিদগঞ্জের রূপসার ঘোড়াশাল এলাকার আয়েশা বেগম (৭০), চাঁদপুর সদরের দক্ষিণ বাগাদীর শাহিদা (৭০), বালিয়ার ফরক্কাবাদ এলাকার হোসনেয়ারা (৫৫), চাঁদপুর শহরের নতুনবাজারের মেথা রোডের কালিপদ কর্মকার (৫৮), শাহরাস্তির আশ্রাফপুরের হোসেনপুর এলাকার সুফিয়া (৮৫), মতলব দক্ষিণের মাছুয়াখাল এলাকার শরিফ ঢালী (৬৫), হাজীগঞ্জের বাকিলার শ্রীপুর এলাকার আবদুল মজিদ (৯০), মতলব উত্তরের মান্দারতলী এলাকার আবদুস সোবহান (৯০), মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের লামচরী এলাকার মনি রাণী (৫৫) এবং মতলবের আশ্বিনপুর এলাকার মাকসুদা (৩৬)।