১২ কোটি টাকা আত্মসাৎ, ২ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

পরস্পর যোগসাজশে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে ১১ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়ার দুই কর্মকর্তাসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার (৪ আগস্ট) বিকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল বারী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন– ব্যাংক এশিয়ার সিনিয়র অফিসার এহতেশাম উদ্দিন জাহান আনসারী, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভিপি  ইফতেখার উদ্দিন আহমেদ, পি অ্যান্ড আর ট্রেডার্সের মালিক ইসলাহ উদ্দিন জাহান আনসারী, রিটজ মেরিন এন্টারপ্রাইজের মালিক মো. এমদাদুল হাসান ও সেভেন সিজের মালিক তারেকুজ্জামান। অভিযুক্তদের মধ্যে দুই ব্যাংক কর্মকর্তা ব্যাংক এশিয়ার শেখ মুজিব রোড শাখায় কর্মরত আছেন। 

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর উপপরিচালক লুৎফুল কবির চন্দন বাংলা ট্রিবিউনকে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। তাদের গ্রেফতারে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, অভিযুক্ত পাঁচ জন ২০১৯ সালের জুন থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত পরস্পর যোগসাজশে ১২২টি লেনদেনের মাধ্যমে রেমিট্যান্স, ফরেন ব্যাংক গ্যারান্টি কনফারমেশন চার্জ, এলসি পেমেন্টের অতিরিক্ত অর্থসহ নানান খাতের ১১ কোটি ৯৩ লাখ ৫ হাজার ৪২১ টাকা নিজেদের তিনটি অ্যাকাউন্টে কৌশলে নিয়ে নেন।