সিএনজি চুরি করে ইঞ্জিন ও রং বদলে বিক্রি করতো তারা

চোরাই ছয় সিএনজি অটোরিকশাসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (উত্তর জোন) সহকারী কমিশনার আরিফ হোসেন। উদ্ধার ছয়টি সিএনজি অটোরিকশার মূল্য ৩৩ লাখ টাকা।

গ্রেফতার ছয়জন হলো মো. রায়হান (৩০), মো. হানিফ (৩০), মো. আবু তাহের (৩৫), মো. মনির হোসেন (৪৮), মো. রুবেল মিয়া (২৭) ও মো. নিজাম উদ্দিন প্রকাশ মিজান (৩৯)।

সহকারী কমিশনার আরিফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির চান্দগাঁও থানাসহ মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছয়টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে ইঞ্জিন, চেসিস নম্বর ও রং পরিবর্তনসহ জাল কাগজপত্র তৈরি করে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।