কুমিল্লা মেডিক্যালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আগুন

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে করোনা ইউনিটের জরুরি বিভাগের পাশের কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে রোগীসহ তাদের আত্মীয়-স্বজনরা ছোটাছুটি শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শামসুল আলম জানান, করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন রিফিল করার কক্ষে বিকট শব্দে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আগুন ধরে যায়। তাৎক্ষণিক অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাস্থল ফায়ার সার্ভিসের টিম পরিদর্শন করছে।

BT-New-Recoveredকুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, অক্সিজেন সিলিন্ডারে লিক হয়ে হালকা আগুনের সূত্রপাত হয়। বড় ধরনের কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। আগুনের সংবাদের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা আসলেও আগুন হাসপাতালের কর্মীরা নিয়ন্ত্রণে আনেন।