বেগমগঞ্জে নির্যাতন মামলায় গৃহবধূর সাক্ষ্যগ্রহণ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গৃহবধূকে নির্যাতনের ঘটনায় করা ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্য নিয়েছেন আদালত। বুধবার (১৮ আগস্ট) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদিন এ সাক্ষ্যগ্রহণ করেন।

সাক্ষ্যগ্রহণের সময় আদালতে উপস্থিত ছিল মামলার দুই আসামি দেলু বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগী আবুল কালাম। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ লাবলু। 

তিনি বলেন, ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পর্নোগ্রাফি আইনে করা মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ করা হবে।

মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ২০১৯ সালের ২ সেপ্টেম্বর রাতে তার সঙ্গে দেখা করতে জয়কৃষ্ণপুর গ্রামে আসেন। এ সময় দেলোয়ার হোসেন ওরফে দেলু রাত ১০টায় তার বাহিনী নিয়ে গৃহবধূর ঘরে ঢুকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ করে। তারপর গৃহবধূকে নির্যাতন করে ভিডিও ধারণ করে। এ ছাড়া গৃহবধূকে ধর্ষণ করে দেলোয়ার। 

৪ অক্টোবর নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে এ ঘটনায় করা নির্যাতন, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।