পর্যটকদের অপেক্ষায় বান্দরবান 

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে পার্বত্য জেলা বান্দরবানের সবগুলো পর্যটন কেন্দ্র। বান্দরবানের নীলাচল, মেঘলা, চিম্বুক, নীল দিগন্ত, নীলগিরি, বগালেকসহ অর্ধশত পর্যটনকেন্দ্রগুলোতে ইতোমধ্যে পর্যটকদের আনাগোনাও শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল থেকে পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীরা আসা শুরু করেছেন। ত‌বে প্রথমদি‌নে পর্যটকদের সংখ্যা অ‌নেকটাই কম ছিল। অন্যদিকে জেলা শহরের হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে পর্যটকদের বুকিং শুরু হয়েছে।

জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি জানান, পর্যটন কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে এবং অর্ধেক সংখ‍্যক পর্যটকদের যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতেও অর্ধেক সংখ্যক আসন বরাদ্দ দেওয়ার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘ দেড় বছর লকডাউনের কারণে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় তারা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। ই‌তোম‌ধ্যে হোটেল-মোটেল গেস্ট হাউজগুলো থেকে অর্ধেক সংখ্যক কর্মচারী ছাঁটাই করে দেওয়া হয়েছে। তবে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ায় ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারবে বলে জানিয়েছেন তারা।