লক্ষ্মীপুরে দুটি ইউনিটের কমিটি দিয়েছে স্বেচ্ছাসেবক দল

লক্ষ্মীপুর জেলা শাখার রামগঞ্জ উপজেলা ও রামগঞ্জ পৌরসভা ইউনিটের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে স্বেচ্ছাসেবক দল। রবিবার (২২ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  

সংগঠনের সহ-দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, রামগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক দুলাল হোসেন দুলাল ও সদস্য সচিব এমরান হোসেন। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে খোরশেদ আলম রব্বানী, এনায়েত হোসেন স্বপন, মো. আলী আকবর, মিজানুর রহমান, সাইদুল ইসলাম, মো. নাছিম আলী, সুমন আলম (শুম্ভ সুমন), জাকির হোসেন (৯ নম্বর ইউনিয়ন) ও জাকির হোসেন (৭ নম্বর ইউনিয়ন)। এই কমিটিতে ৩১ জন সদস্য মনোনীত হয়েছেন। 

রামগঞ্জ পৌর কমিটিতে আহ্বায়ক হিসেবে ফরহাদ হোসেন (নিশান) ও সদস্য সচিব মনোনীত হয়েছেন স্বপন চৌকিয়া। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাফর আহম্মেদ ভূঁইয়া, আবদুর রহমান ব্যাপারী, আমিন হোসেন (নীল), আবু তাহের খান, মাহফুজ আলম, মামুনুর রশীদ মামুন ও রবিউল আলম রবি। এই কমিটিতে ২১ সদস্য নির্বাচন করা হয়েছে। ঘোষিত কমিটি দুটিকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিয়নের কমিটি দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।