এক রাতের বৃষ্টিতে পানিবন্দি ৫০ গ্রামের মানুষ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল রাত থেকে টানা বৃষ্টি হওয়ায় ঘরবাড়ি ও রাস্তায় পানি উঠে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৫০টি গ্রামের মানুষ।

জানা গেছে, জেলা শহরের আশপাশে কমপক্ষে ১৫টি এবং পুরো জেলায় প্রায় ৫০টি গ্রামে পানি উঠেছে। অনেক স্থানে ঘর-বাড়ির ভেতরও উঠে পড়েছে। পানিবন্দি অবস্থায় দুর্ভোগে পড়েছে মানুষ।

খাগড়াছড়ি শহরের এপিবিএন মুসলিমপাড়া এলাকার রবিউল ইসলাম ও রূপনগর এলাকার সজল দাশসহ বেশ কয়েকজন বলেন, ঘুম থেকে উঠেই ঘরে পানি দেখতে পান তারা। গতকাল রাত ১২টা থেকে টানা বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়েছে। গোয়ালঘরেও পানি ঢুকে পড়েছে। এতে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন তারা।

অনেক স্থানে ঘর-বাড়ির ভেতরও উঠে পড়েছে

জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা চাকমা বলেন, গতকাল রাত থেকে এ পর্যন্ত প্রায় ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে কৃষি জমির কিছু সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পৌরসভার আওতাধীন কয়েকটি জায়গায় রাস্তার ওপর পাহাড় ধসে পড়েছে। এগুলো পৌরসভার লোকজন সরিয়ে নিচ্ছেন। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা লোকজনকে নিরাপদ স্থানে আনার কাজ চলছে। তবে বৃষ্টি কয়েক ঘণ্টা বন্ধ থাকলে পানি নেমে যাবে জানান তিনি।