ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কথা বলে টাকা নিতো তারা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল ও প্রতারক চক্রের ২০ সদস্যকে জরিমানা করেছে র‍্যাব-৭। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নতুনপাড়া বিআরটিএ কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস নবায়নসহ গাড়ির কাগজ করাতে চট্টগ্রাম বিআরটিতে আসেন। কিন্তু দালালরা কাগজপত্র করে দেওয়ার কথা বলে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়াসহ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে আজ র‍্যাবের একটি অভিযানিক দল বিআরটিএ কার্যালয় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দালালদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স করার ও মোটরযান রেজিস্ট্রেশনের বিপুল পরিমাণ কাগজ জব্দ করা হয়।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার জানান, চট্টগ্রাম জেলা প্রশাসন, র‍্যাব ও বিআরটিএ যৌথভাবে কম্পাউন্ড ও তার আশপাশে অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২০ জনকে অর্থদণ্ড এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়। দোষী প্রমাণিত না হওয়ায় বাকি নয় জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ জুন বিআরটির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছিল র‍্যাব।