চট্টগ্রাম কারাগারে ৩৫ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

চট্টগ্রাম কারাগারে ৩৫ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে আহমদ হোসেন নামের ওই কয়েদি মারা যান।

বুধবার (৮ সেপ্টেম্বর) কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত আহমদ হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। ২০১৬ সাল থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন। একটি হত্যা মামলায় যাবজ্জীবন ও মারামারির অভিযোগে আরেক মামলায় পাঁচ বছরসহ মোট ৩৫ বছর সাজাপ্রাপ্ত ছিলেন।

দেওয়ান মো. তারিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে হঠাৎ অসুস্থবোধ করলে আহমদ হোসেনকে জেল থেকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

 তিনি আরও বলেন, ‘তার জ্বর, কাশিজনিত সমস্যা ছিল না। বুকে ব্যথাজনিত কারণে মৃত্যু হয়েছে।’