অনলাইনে আবেদন ছাড়া বন্দরে ঢুকতে পারবে না গাড়ি

অনলাইনে আবেদন এবং ফি পরিশোধ ছাড়া বুধবার (১৫ সেপ্টেম্বর) থেকে বন্দর সীমানায় কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

বন্দর কর্তৃপক্ষের সচিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দর থেকে পণ্য খালাসের প্রক্রিয়া স্বয়ংক্রিয় ব্যবস্থায় আনতে এ পদ্ধতি চালু হচ্ছে। জুলাই মাস থেকে অনলাইনে আবেদন এবং ফি পরিশোধের মাধ্যমে বন্দরে গাড়ি প্রবেশের নিয়ম চালু করা হয়। নতুন এই পদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এতদিন অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন এবং ফি নেওয়া হতো। কিন্তু বুধবার থেকে শুধু অনলাইনে আবেদন এবং ফি পরিশোধের পরই গাড়িগুলোকে বন্দরে প্রবেশ করতে দেওয়া হবে।’

এ প্রক্রিয়ার মাধ্যমে বন্দরের সেবা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেলো জানিয়ে তিনি আরও বলেন, ‘গত ২ আগস্ট এক চিঠিতে বন্দর ব্যবহারকারীদের এটি জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও অনলাইন আবেদন ও ফি পরিশোধে জটিলতা এড়াতে বন্দরের আটটি গেইটের পাশেই সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে।’