কুতুবদিয়ায় নির্বাচনি সহিংসতায় নিহত ব্যক্তি আ.লীগের নেতা

কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নে নির্বাচনি সংঘাতে নিহত আব্দুল হালিম (৩৫) ওই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা। কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন। তার বাবার নাম মো. হোসেন।  

কক্সবাজারে নির্বাচনি সহিংসতায় নিহত ২

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, নিহত আবদুল হালিম ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালামের এজেন্ট হিসেবে কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। 

কুতুবদিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার জানান, কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের তিলককাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি থামাতে গুলি ছোড়ে পুলিশ। এ সময় ত্রিমুখী সংঘর্ষে আবদুল হালিম নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে। ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।