পাহাড় কেটে স্থাপনা নির্মাণ, ৩২ লাখ টাকা জরিমানা

পাহাড় কেটে স্থাপনা নির্মাণের করায় ১৫ ব্যক্তিকে ৩২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। রবিবার (২৬ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে এসব ব্যক্তিকে জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৩ সেপ্টেম্বর পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের একটি টিম বায়েজিদ বোস্তামি থানাধীন নাগিন পাহাড় পরিদর্শনে যায়। সেখানে গিয়ে দেখা যায় পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের রবিবার শুনানিতে অংশ নিতে নোটিশ দেওয়া হয়। আজ তারা পাহাড় কাটার বিষয়টি স্বীকার করায় ১৬ জনকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০)-এর ধারা ৭ মোতাবেক পরিবেশগত ক্ষতিপূরণ আরোপ করা হয়।’

দণ্ড প্রাপ্তরা হলেন– মো. শফিউল আলম, মো. সাইফুদ্দিন, মোজ্জাম্মেল হক জাফর, নিলুফার বেগম, মো. আনোয়ার পাশা, মুক্তিযোদ্ধা গাজী মীর মোহাম্মদ, নুরুল আবছার, এমদাদ উল্লাহ, মোহাম্মদ মুছা, ফিরোজ আহমদ, সাইদুল আলম ইফতি, ফজলুল রহমান, আহমদ মোস্তফা ফাহিম ও মোহাম্মদ শফি।