ফের হাসপাতালে হেফাজতের আমির, চলছে পরীক্ষা

শারীরিক অসুস্থতার কারণে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরের ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শারীরিক দুর্বলতা অনুভব করায় আজ দুপুরে ওনাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ন্যাশনাল হাসপাতালের ৪০৪ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন। এখন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আগামীকাল চিকিৎসকরা বোর্ড মিটিংয়ে বসবেন, এরপর ওনার চিকিৎসা শুরু করা হবে।’

এর আগে, ২৫ অক্টোবর বিকালে বার্ধক্যজনিত জটিলতা নিয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট সেবা ক্লিনিকে ভর্তি হন। সেখানে চিকিৎসা নিয়ে বাসায় ফেরার এক সপ্তাহ না যেতেই আবারও হাসপাতালে ভর্তি হলেন।

চলতি বছরের ১৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়। তার জানাজায় মুহিব্বুল্লাহ বাবুনগরীকে সংগঠনটির নতুন আমির ঘোষণা করা হয়। এরপর থেকে দায়িত্ব পালন করছেন তিনি।